রাঙামাটিতে নতুন আক্রান্ত ৩

রাঙামাটিতে আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার মধ্য দিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪৬ জনে দাঁড়াল।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 03:44 AM
Updated : 23 May 2020, 03:44 AM

শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ও চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে আসা মোট ৪৫টি রিপোর্টের মধ্যে ৩টি পজিটিভ এবং ৪২টি নেগেটিভ এসেছে।

রাঙামাটির সিভিল সার্জন অফিসের করোনাভাইরাস বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান এ কথা জানান।

নতুন শনাক্তদের মধ্যে একজন রাঙামাটি শহরের বাসিন্দা।তিনি পেশায় হাসপাতাল কর্মী। বাকিরা নানিয়ারচর ও কাউখালী উপজেলার। 

এই তিনজনসহ রাঙামাটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৬, যাদের মধ্যে প্রথম আক্রান্ত ৪ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন।তাদের এখন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে মোস্তফা কামাল জানান।

এর আগে ৬ মে রাঙামাটিতে প্রথমবারের মতো করোনাভাইরাসের ৪ রোগী শনাক্ত হয়। এরপর ১২ মে ১ জন, ১৩ মে ৯ জন, ১৪ মে ১১ জন , ১৬ মে ১ জন, ১৯ মে ১৭ জন  ও ২২ মে শনাক্ত হয় ৩ জন।