সিলেটে ঈদের প্রধান জামাত এবার যেখানে

সিলেটে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত হযরত শাহজালাল (র.) জামে মসজিদে অনুষ্ঠিত হবে। 

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 02:58 PM
Updated : 22 May 2020, 02:58 PM

শুক্রবার এ জামে মসজিদের খতিব আসজাদ আহমদ জানান, মসজিদের ভেতরে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

“মসজিদের বাইরে কেউ নামাজে অংশ নিতে পারবেন না।”

সিলেটের ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবার ঈদুল ফিতরে সেখানে জামাত হচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খোলা মাঠে বা ময়দানে এবার ঈদের নামাজ পড়া যাবে না।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে এবার সিলেটের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিলেট জেলায় ৫ হাজার ২০৩টি জামে মসজিদ রয়েছে।

মসজিদগুলোতে সীমিত পরিসরে ঈদের জামাত আয়োজন করতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।