সাবেক সাংসদ পুতুল কোভিড-১৯ আক্রান্ত ছিলেন

সাবেক সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুলের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 02:09 PM
Updated : 22 May 2020, 04:27 PM

শুক্রবার জেলা সিভিল সার্জন গওসুল আজম সাংবাদিকদের একথা জানান।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান ৬৫ বছর বয়সী এই নেত্রী। শুক্রবার বগুড়া শহরে তাকে দাফন করা হয়েছে।

করোনাভাইরাস আক্রান্ত হয়ে এটি জেলায় প্রথম মৃত্যু বলেও জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন জানান, বাদ জোহর বগুড়া শহরের নামাজ গড় গোরস্থানে জানাজা শেষে স্ব্যাস্হবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে তার মৃত্যু হয় বলে বৃহস্পতিবার রাতে বগুড়া সদর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশু জানিয়েছিলেন।

এছাড়া হাসপাতালে আসার তিনদিন আগেই তার কোভিড-১৯ সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে ওই সময় তিনি জানান।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে, কামরুন্নাহার পুতুলের মৃত্যুতে শোক জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগ দলীয় সংষদ সদস্য হাবিবর রহমান প্রমুখ।