গাইবান্ধায় ট্রাক দুর্ঘটনার কারণ খুঁজতে ৩ সদস্যের দল গঠন

গাইবান্ধার পলাশবাড়ীতে রডবাহী ট্রাক উল্টে ১৩ জন নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত দল গঠন করেছে জেলা প্রশাসন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 01:13 PM
Updated : 22 May 2020, 01:13 PM

জেলা প্রশাসক আবদুল মতিন জানান, শুক্রবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেবুন নেছা, সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানীকে নিয়ে এই দল গঠন করা হয়।

বৃহস্পতিবার ভোরে  পলাশবাড়ী উপজেলা শহরের কাছে জুনদহ দুবলাগাড়ি ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক উল্টে ১৩ জন নিহত হন। এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা হয়েছে। 

জেলা প্রশাসক বলেন, কিভাবে যাত্রীরা পণ্য পরিবহনকারী ট্রাকে উঠলেন, কেন দুর্ঘটনা ঘটল এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় তদন্ত দল খুঁজে দেখবে। তাদের সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিহতদের পরিবারগুলো ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।