শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল শুরু

তিনদিন বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 06:49 AM
Updated : 22 May 2020, 12:13 PM

ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নামায় করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে গত ১৮ এপ্রিল বিকাল ৩টা থেকে এই নৌরুট দিয়ে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বিরূপ আবহাওয়ায় মঙ্গলবার দুপুরে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আসে।

ঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর আবার ফেরি চলাচলের অনুমতি দেয় বিআইডব্লিউটিসি।

সে অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে আবার পারাপার শুরু হয়েছে বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান।

তিনি বলেন, “ঘরমুখো মানুষে শিমুলিয়া ঘাট জনসমুদ্রে পরিণত হয়েছিল। সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছিল না। লোকজন গাদাগাদি করে ফেরিতে যাচ্ছিল। তাই সংক্রমণ ঠেকাতে ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল।”

সকাল থেকে ১২টি ফেরি দিয়ে থেকে পারাপার করা হচ্ছে বলে জানান শফিকুল। 

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে,তবে যাত্রীর চাপ নেই। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি প্রাইভেটকার ও কিছু ট্রাক পার করা হচ্ছে।