নেত্রকোণায় আরও ৯ জন শনাক্ত

নেত্রকোণায় নতুন করে ৭৬টি নমুনা পরীক্ষায় ব্যাংকার, পুলিশ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীসহ আরও নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়াল।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 05:35 AM
Updated : 22 May 2020, 05:35 AM

কোবিড -১৯ প্রতিরোধে জেলায় চিকিৎসকদের নিয়ে গঠিত কমিটির তত্ত্বাবধায়ক ডা. আহসান কবীর রিয়াদ বলেন, বৃহস্পতিবার রাতে পিসিআর ল্যাবে পাঠানো নমুনার নতুন রিপোর্টে শনাক্তদের মধ্যে জেলা পরিষদের একজন প্যানেল চেয়ারম্যান, কেন্দুয়া কৃষি ব্যাংকের তিনজন, কেন্দুয়া থানার একজন পুলিশ, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে কেন্দুয়া উপজেলায় ৮ জন ও পূর্বধলায় একজন আক্রান্তে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী বলে জেলার সিভিল সার্জন তাজুল ইসলাম জানান।  

তিনি বলেন, এ পর্যন্ত পরীক্ষাগারে ২ হাজার ৭৭৩ টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ সর্বশেষ মোট ২ হাজার ৬২৭টির রিপোর্ট পাওয়া গেছে।

আর আক্রান্ত ১৭৭ জনের মধ্যে দুজান মারা গেছেন ও ৪৭ জন আর সুস্থ হয়েছেন বলে জানান তাজুল।