বরগুনায় আগুনে পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান

বরগুনায় আগুন লেগে নয়টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 04:49 AM
Updated : 22 May 2020, 04:56 AM

জেলা শহরের বাকালী পট্টিতে বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড  ঘটে বলে বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেন জানান।

তিনি বলেন, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে মাইনুদ্দিন মানিকের ‘মনির স্টোর’, হারুন গাজীর, গোলাম মোস্তফা ও আল কাইউমের মুদির দোকান, শহীদ মিয়ার ‘বিসমিল্লাহ স্টোর’, সাদ্দামের সিরাজ স্টোর, ডা. জেসমিনের হোমিও চেম্বার ও আসলাম ও মনিরের জুতার দোকান পুরোপুরি পুড়ে যায়।”

এছাড়া সুলতানের পানের দোকান ও দুলাল শীলের সেলুন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান পৌর মেয়র।  

বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর কবিরের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।