আম্পান: ১৯ ঘণ্টা পর বিদ্যুৎ এল নীলফামারীতে

অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানে সংযোগ লাইন বিচ্ছিন্ন হওয়ার ১৯ ঘণ্টা পর নীলফামারী জেলায় বিদুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2020, 05:45 PM
Updated : 21 May 2020, 05:45 PM

বুধবার রাত ১১টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়; বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সরবরাহ স্বাভাবিক হয়।

দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েন জেলা সদর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার গ্রাহকরা।

জেলা শহরের শাহিপাড়ার বাসিন্দা ওয়াহেদ আলী তুফান আলম বলেন, আম্পানের প্রভাব থেকে অনেকটাই মুক্ত ছিল নীলফামারী জেলা। বৃষ্টি আর সামান্য ঝড়ো হাওয়ায় বিচ্ছিন্নভাবে কিছু ঘরবাড়ি ও গাছপালার ডাল ভেঙে পড়েছে; কিন্তু সামান্য এ দূর্যোগে বিদ্যুতের বড় ধরনের বিভ্রাটে নাজেহাল হয়ে পড়ে জেলার মানুষ।

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো)  নীলফামারী সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী নওশাদ আলম বলেন, ঝড়ের কারণে বুধবার রাত ১১টার দিকে বিদ্যুৎ সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেয়। এরপরও শহরের একটি অংশে রাত ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। এ অবস্থায় ভোর ৬টার দিকে ৩৩ কেভি সরবরাহ লাইনের একটি খুঁটি উপড়ে পড়ে। 

“বৃহস্পতিবার বিকাল ৩টার মধ্যে সেটি মেরামত করে লাইনের উপর পড়া গাছের ডাল অপসারণ করা হয়। এরই মধ্যে সাব স্টেশনের পাওয়ার ট্রান্সফরমারে ত্রুটি ধরা পড়ে। সেটি মেরামত শেষে সন্ধ্যা ৬টার দিকে পর্যায়ক্রমে সরবরাহ লাইনগুলো চালু করা হয়।”