আম্পানে পাবনায় লিচুর ক্ষতি ৩শ কোটি টাকা: কৃষি বিভাগ

অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব পাবনায় লিচুর ব্যাপক ক্ষতি করেছে।

সৈকত আফরোজ আসাদ পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2020, 03:23 PM
Updated : 21 May 2020, 03:23 PM

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও জেলায় ‘প্রায় তিনশ কোটি টাকার’ লিচু নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কৃষি বিভাগ।

বুধবার দুপুরের পর ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে আম্পান। পরে রাতে এ ঝড় প্রবেশ করে বাংলাদেশে। এরপর কয়েকটি জেলায় ব্যাপক তাণ্ডব চালায়।

রাত ১২টার পর থেকে পাবনায় ঝড় শুরু হয়। মাঝরাত থেকে ভোর পর্যন্ত দমকা বাতাস, ঝড়ো হাওয়ার সঙ্গে চলে প্রবল বর্ষণ।

কৃষি বিভাগ জানায়, ঝড়ে জেলার ঈশ্বরদী, সদর, আটঘড়িয়াসহ নয় উপজেলার অধিকাংশ লিচু বাগানের ডালপালা ভেঙে যায় এবং লিচু ঝরে যায়।

ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ ও ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি শুরু করেছে বলে কৃষিবিভাগ জানিয়েছে।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহার আলী বলেন, লিচু সমৃদ্ধ পাবনায় এ বছর চার হাজার ৬০০ হেক্টর জমিতে লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৪৬ হাজার মেট্রিক টন, যার বাজারমূল্য প্রায় সাড়ে আটশ কোটি টাকা।

“পুরোপুরি হিসাব জানতে আরও সময় রাগবে। তবে প্রাথমিকভাবে উৎপাদন লক্ষ্যমাত্রার এক তৃতীয়াংশের বেশি লিচু নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

চাষিরা জানান, সপ্তাহখানেকের মধ্যেই বাজারে উঠত বোম্বাই, চায়না, মোজাফফরীসহ উন্নত জাতের এসব লিচু। ফুল আসার পর লাভের আশায় অনেক ব্যাপারি বিপুল বিনিয়োগ করে বাগান কিনেছিলেন।

এছাড়া তিলে তিলে গড়ে তোলা বাগানের লিচুগাছের ডালপালা ভেঙে গাছ নষ্ট হওয়ায় বাগান মালিকরাও দিশেহারা হয়ে পড়েছেন।