রাঙামাটিতে মার্কেট বন্ধ ঘোষণা

রাঙামাটিতে একদিনে ১৭ জন করোনাভাইরাসের রোগী চিহ্নিত হওয়ায় নিত্য প্রয়োজনীয় বাদে সব মার্কেট ও দোকানপাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2020, 11:10 AM
Updated : 20 May 2020, 11:10 AM

বুধবার রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, “হঠাৎ করে জেলায় একদিনে ১৭ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়া আমাদের জন্য অশনিসংকেত। তাই ওষধ-কাঁচাবাজার-মুদি ও বিকাশ রিচার্জের দোকানসহ জরুরি সেবার সব প্রতিষ্ঠান ছাড়া বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান,মার্কেট ও দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। “

এছাড়া শহরে বিচ্ছিন্নভাবে চলাচলকারী অটোরিকশা বন্ধ ও মোটর সাইকেল চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্তও ওই সভায় নেওয়া হয়েছে।এ সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানান জেলা প্রশাসক।