চাঁদপুরে মারা যাওয়া দম্পতিসহ ৩ জন আক্রান্ত ছিলেন

চাঁদপুর শহরে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যাওয়া এক ব্যক্তি ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2020, 10:15 AM
Updated : 20 May 2020, 10:15 AM

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ বলেন, বুধবার ৮৫টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে মারা যাওয়া স্বামী-স্ত্রী ও শাহরাস্তি উপজেলার মারা যাওয়া একজনের করোনাভাইরাস পজেটিভ আসে।”

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা আটজনে দাঁড়াল বলে জানান তিনি। 

মারা যাওয়া দ্পতিরা হলেন- গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা ও তার স্ত্রী। তাদের বাড়ি চাঁদপুর শহরের চিত্রলেখা এলাকায়।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, মারা যাওয়া দুইজনের ছেলে ও নাতির করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ আসে গত ১৩ এপ্রিল। যেহেতু তাদের পরিবারের দুজন ইতোমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন এবং তাদেরও কিছু উপসর্গ ছিল। তাই ১৭ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়।

মঙ্গলবার ভোর ৫টার দিকে নিজ বাসায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগের দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়িতেই মারা যান তার স্ত্রী।