আম্পান: ঝালকাঠিতে ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

দেশের দক্ষিণ জনপদের জেলা ঝালকাঠিতে আম্পানের প্রভাবে বৈরি আহাওয়া বিরাজ করছে। নদী পাড়ের প্রায় ১০ হাজার মানুষকে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। 

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2020, 05:06 AM
Updated : 20 May 2020, 05:32 AM

বূধবার ভোর থেকে আকাশ অন্ধকার; সেই সঙ্গে ঝড় ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড গতিতে বাতাস বইছে।

জেলা শহরের সুগন্ধা চর এবং রাজাপুর ও নলছিটি উপজেলার বিশখালি এবং কাঁঠালিয়া উপজেলার বিশখালি ও হলতা নদী পাড়ের অসংখ্য পরিবার এখন আশয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে।

জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশ্রাফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত ১০টা থেকে ঝড় ও বৃষ্টি শুরু হয়ে তা অব্যহত রয়েছে। জেলায় মোট ২৭৪টি আশ্রয়কেন্দ্রে নদী পাড়ের ১০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।”

জেলায় ৫টি কন্ট্রোলরুম থেকে জেলা প্রশাসন তদারকি করছে বলে জানান তিনি।

জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম বলেন, সকাল থেকেই আবারও মাইকিং করে সবাইকে নিরাপদে আশ্রয় কেন্দ্রগুলোতে আসার জন্য বলা হচ্ছে।