হাসপাতাল থেকে ফেরার পর ফের করোনাভাইরাস ‘পজেটিভ’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পর নমুনা পরীক্ষায় ফের করোনাভাইরাস পজেটিস এসেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2020, 03:45 AM
Updated : 20 May 2020, 06:08 AM

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন মঙ্গলবার এ কথা জানান।

ওই ব্যক্তির বাড়ি টুঙ্গিপাড়া উপজেলা সদরে। তিনি ঢাকার ওষুধ কোম্পানি অ্যাসেনসিয়াল ড্রাগসের কর্মকর্তা।  

জসীম বলেন, ওই ব্যক্তি প্রায় ৬ সপ্তাহ আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রায় ২১ দিন চিকিৎসার পর তিনি সুস্থ্ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন। এরপর তিনি বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন।

“তারপর গত ১৭ মে আবার তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফলাফলে তার করোনাভাইস পজেটিভ শনাক্ত হয়।”

এ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ওই ব্যক্তির ফের করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে আমি ঢাকায় আইইডিসিআরে কথা বলেছি। তারা তাকে আরও ৭ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে।

“আইইডিসিআর আমাকে জানিয়েছে সুস্থ হওয়াদের শরীরে কোন কোন ক্ষেত্রে ৬ মাস পর্যন্ত সুপ্ত অবস্থায় এ ভাইরাস থাকতে পরে। তবে এ সময় তাদের দ্বারা কেউ আক্রান্ত হবে না। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মুধুমাত্র সচেতন থাকলেই চলবে।”