গাইবান্ধায় আগুনে পুড়েছে ৭ ঘর 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আগুনে সাতটি ঘর পুড়ে গেছে।  

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2020, 10:06 AM
Updated : 19 May 2020, 10:06 AM

উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের তরফআল গ্রামে সোমবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড  ঘটে।  

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম রেজাওনুল ইসলাম বাবুর ভাষ্য, সোমবার রাত দেড়টার দিকে ওই গ্রামের ১৪টি খড়ের গাদায় দুর্বৃত্তরা লাগিয়ে দেয়।

“পরে আগুন ছড়িয়ে পড়লে চারটি পরিবারের বসতবাড়ির ৭টি ঘর, আসবাবপত্র, ধান-চাল ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ নগদ লক্ষাধিক টাকা আগুনে পুড়ে যায়। পরে গ্রামবাসী দেড় ঘণ্টার চেষ্টায় করে রাত ৩ টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনে।” 

আগুনে ওই চার পরিবারের ৮/১০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ইউপি চেয়ারম্যান।    

গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী-পরিচালক আমিনুল ইসলাম বলেন, উপজেলা সদরের পশ্চিমপাড়ার মার্কাস মসজিদের পাশে দিনমজুর ছাইদার মিয়ার বাড়িতে রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।