ঝালকাঠিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোরীর মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে মোটর সাইকেল আরোহী এক কিশোরী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে মোটর সাইকেল চালক।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2020, 08:12 AM
Updated : 19 May 2020, 08:12 AM

নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সড়ই গ্রামে এ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান।

নিহত রূপা আক্তার (১৫) ঝালকাঠি শহরের বান্ধাঘাট এলাকার ফিরোজ আকনের মেয়ে। সে একটি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

আহত মোটর সাইকেল চালক ইমরান আকন (১৮)। সে  ঝালকাঠি শহরের সুমন আকনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “মেয়েটি তার বন্ধুর সঙ্গে শহর থেকে মোটর সাইকেলে করে নানা বাড়ি নলছিটি উপজেলার সড়ই গ্রামে যায়। সেখান থেকে ফেরার পথে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলটির ধাক্কা লাগে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজনই আহত হন।   

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ইমরান একটি মোটর সাইকেল মেরামতের দোকানে কাজ করে।

সেখানকার একটি মোটর সাইকেলে করে বান্ধবীকে নিয়ে সে নলছিটিতে আসে।

এ ঘটনায় ট্রাকের চালক সোহাগ কাজীকে আটক করা হয়েছে।