করোনাভাইরাস: চাঁদপুরে উপসর্গ নিয়ে স্ত্রীর পর স্বামীর মৃত্যু

চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারী মারা যাওয়ার কয়েক ঘণ্টার মাথায় তার স্বামীর মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2020, 07:06 AM
Updated : 19 May 2020, 07:06 AM

এরা হলেন- গণপূর্ত বিভাগের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তার ৭২ বছরের স্ত্রী।

চাঁদপুর শহরের চিত্রলেখা এলাকায় নিজ বাসায় মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগের দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়িতেই মারা যান তার স্ত্রী। 

মারা যাওয়া দম্পতির ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালকের পদে কমৃরত রয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, “সোমবার রাত সাড়ে ৩টায় আশিকাটি ইউনিয়নের হোসেনপুরের গ্রামের বাড়িতে মায়কে দাফন করে বাসায় ফিরি। এর দেড় ঘণ্টা পর বাবাও মারা যান।”

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, “গত ১৩ এপ্রিল মারা যাওয়া দম্পতির ছেলে এবং নাতির করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ আসে। যারা মারা গেছেন তাদেরও কিছু উপসর্গ ছিল। তাই রোববার (১৭ মে) তাদের নমুনা সংগ্রহ করি। তাদের রিপোর্ট এখনো আসেনি।

“মারা যাওয়া ব্যক্তি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তাই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতেও পারেন আবার নাও হতে পারেন। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে।”

সাজেদা বলেন, মারা যাওয়া নারীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। এখন তার স্বামীকে নিয়ম মেনে দাফনের প্রস্তুতি চলছে।”