মেহেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, সাংবাদিকদের প্রতিবাদ

সাবেক এক সংসদ সদস্যকে নিয়ে খবরের জেরে মেহেরপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 06:56 PM
Updated : 18 May 2020, 11:05 PM

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকরা এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আওয়ামী লীগের গাংনি উপজেলার সাবেক সভাপতি মকবুল হোসেনের ‘পরের বাড়ি দখলে রাখা’ নিয়ে একটি সংবাদ প্রকাশ করায় মেহেরপুর প্রতিদিন-এর সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এম এ এস ইমন ও যুগ্ম সম্পাদক আল আমীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তিনি।

মানববন্ধনে রফিকুল আলম বলেন, “সংবাদ প্রকাশ হলে সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করতেই পারেন। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করতে পারেন না। সব জায়গায় ক্ষমতা দেখাতে হয় না।

মাহাবুব চান্দু বলেন, আইনটি পাশ হওয়ার পর প্রধামন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীলরা বলেছিলেন ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ আইন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার হবে না। কিন্তু দেশের বিভিন্ন স্থানের মত মেহেরপুরেও সাংবাদিকদের বিরুদ্ধে এই আইন ব্যবহার হল।

সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযমের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন রফিকুল আলম, মুজাহিদ মুন্না, হারুনুর রশিদ রবি, ডিএম মুকিদ, মিজানুর রহমান ও অন্যরা।

মাহাবুব চান্দুর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুল হক পোলন, দিলরুবা খাতুন, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক মিজানুর রহমান, কামারুজ্জামান খান, আকতারুজ্জামান, মাসুদ রানা, হাসান মুস্তাফিজুর রহমান, মর্তুজা ফারুক রুপক, শাকিল রেজা, মুহম্মদ মহসীন, সাব্বির হোসেন, রাশেদ খান, মেহেরাব হোসেন, সিরাজদৌলা পাভেল, হাসনাত জামান সৈকত।