জামালপুরে পরিত্যক্ত ২৬ বস্তা সরকারি চাল উদ্ধার

জামালপুরের মেলান্দহ উপজেলায় খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় ২৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 05:58 PM
Updated : 18 May 2020, 05:58 PM

সোমবার চর বানিপাকুরিয়া ইউনিয়নের শিহাটা বাজারের পাশে এসব চাল পাওয়া যায় বলে মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান জানান।

প্রায় প্রতিদিন দেশের বিভন্ন স্থানে সরকারি চাল উদ্ধারসহ জড়িত অভিযোগে গ্রেপ্তারের খবর পাওয়া যায় দেশের বিভন্ন স্থানে। প্রশাসনের তৎপরতায় গ্রেপ্তারের ভয়ে হয়তো কেউ এসব চাল ফেলে গিয়ে থাকতে পারে।  

ওসি রেজাউল বলেন, খোলা জায়গায় সরকারি চাল পড়ে আছে খবর পেয়ে পুলিশ যায় সেখানে। পরে সেখান থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির প্রতিটি ৩০ কেজি ওজনের ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়।

“চালগুলো কে সেখানে রাখে তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।”

এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।