সামনে তালা ভেতরে বিকিকিনি, জয়পুরহাটে ৩ ব্যবসায়ীর জরিমানা

জয়পুরহাটে দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশ অমান্য করে গোপনে বেচাকেনায় অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 02:00 PM
Updated : 18 May 2020, 02:00 PM

সোমবার বিকালে শহরের পূর্ব বাজার, মাড়োয়াড়ি পট্টিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সদর উপজেলার সহকারী কমশিনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান ওই তিন ব্যবসায়ীর কাছ থেকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

রকিবুল হাসান জানান, গত ১৫ মে থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলার সব মার্কেট, বিপনী বিতান-শপিং মল বন্ধ ঘোষণা করা হয়। এ নির্দেশ অমান্য করে শহরের পূর্ব বাজার, মাড়োয়াড়ি পট্টিতে ব্যবসায়ীরা ভোর থেকে গোপনে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে- এমন খবরের ভিত্তিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্ব বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

“অভিযানে পূর্ব বাজারে দোকানগুলো বাইরে থেকে তালাবদ্ধ রেখে ভেতরে পণ্য কেনাবেচা প্রমাণ মেলে। এমন অভিযোগে ৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।”