ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে চাঁদপুর জেলা পরিষদ সদস্যর মৃত্যু

ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য খোদেজা রহমান মারা গেছেন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 01:31 PM
Updated : 18 May 2020, 01:31 PM

সোমবার ভোরে জানাজা শেষে শহরতলীর গুনরাজদী পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। এর আগে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আগের রাতে ১১টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

খোজেদা রহমান জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এবং চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত লুৎফুর রহমান পাটওয়ারীর স্ত্রী।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, “আমরা তার মৃত্যুর আগে অসুস্থতার বিষয়টি জানতাম না।

“মৃতের স্বজনদের মাধ্যমে জানতে পারি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। পরে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করি আমরা।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ব্যবস্থা অনুযায়ী জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয় বলেও জানান তিনি।

খোদেজার স্বজনরা জানান, কিছুদিন যাবত তিনি ঠান্ডাজনিত রোগে ভোগছিলেন। রোববার রাতে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে খোদেজা রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারীসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।