ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুতি

ঘূর্ণিঝড়  আম্পান মোকাবেলায় উপকূলীয় জেলা ঝালকাঠিতে প্রস্তুতি নিয়েছে বলে জেলা প্রাসাশন জানিয়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 01:12 PM
Updated : 18 May 2020, 01:12 PM

সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় জেলা প্রশাসক জোহর আলী একথা জানান।

সভায় জেলা প্রশাসক বলেন, জেলায় মোট ২৭৬টি আশ্রয় কেন্দ্রই প্রস্তুত রাখা রয়েছে। প্রয়োজনে কন্ট্রোল রুমসহ সব রকমের প্রস্তুতি নেওয়া হবে।

“এছাড়া পানি বৃদ্ধির শঙ্কায় শুকনো খাবার মজুদ করে রাখা হচ্ছে। এছাড়া ত্রাণ কার্যক্রম তো চলছেই।”

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমসহ প্রশাসন ও ফায়ার সার্ভিস এবং রেডক্রিসেন্ট কর্মকর্তারা।

প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ‘আম্পান’ বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসায় উপকূলীয় জেলাগুলোতে ইতিমধ্যে ১২ হাজার ৭৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, সোমবার রাতের মধ্যে ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনের রূপ নিতে পারে। ১২ হাজার ৭৮টি আশ্রয়কেন্দ্রে ৫১ লাখ ৯০ হাজার ১৪৪ জন মানুষকে আশ্রয় দেওয়া যাবে।