চাঁপাইনবাবগঞ্জে একদিনে ২০ জনের করোনাভাইরাস শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা মোট ৩৬ জনের দেহে করোনাভা্ইরাস শনাক্ত হলো।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 12:12 PM
Updated : 18 May 2020, 12:12 PM

সোমবার ঢাকা থেকে আসা রিপোর্টে এই সংক্রমণের খবর পাওয়া গেছে বলে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান।

সিভিল সার্জন বলেন, গত ৯ মে ২৬৮ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তারা নমুনা ঢাকায় পাঠায়।

“সোমবার দুপুরে ঢাকা থেকে ২৬৮ জনের নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে সাত বছরের এক শিশুসহ ২০ জনের পজিটিভিআসে।”

তিনি আরও জানান, নতুন শনাক্তদের মধ্যে ওই শিশুসহ ১৯ জনই সদর উপজেলার। অপর একজন নাচোল উপজেলার বাসিন্দা।

নতুন ২০ জন নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৩৬ হলো, যাদের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন বলে সিভিল সার্জন জানান।