নরসিংদীতে দুঃস্থদের জন্য সেনাবাহিনীর ‘সম্প্রীতির বাজার’

করোনাভাইরাসের মহামারীর মধ্যে বিপাকে পড়া দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী নরসিংদীতে চালু করেছে ‘সম্প্রীতির বাজার’।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 11:41 AM
Updated : 18 May 2020, 11:41 AM

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় সোমবার রায়পুরা উপজেলায় রায়পুরা কলেজ মাঠে এই বাজার বসে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বাজারের মাধ্যমে রায়পুরা ও বেলাব উপজেলার এক হাজার অসহায়, দুঃস্থ এবং নিম্ন আয়ের পরিবারকে বিনামূল্যে মাস্ক, চাল, ডাল, আটা, লবণ ও নুডলসের মত শুকনো খাবার এবং বিভিন্ন ধরনের সবজি এবং কৃষি বীজ বিতরণ করা হয়।

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ সহায়তা কার্যক্রম চলে।

এ কর্মসূচির জন্য প্রান্তিক সবজি চাষীদের কাছ থেকে ‘বিপুল পরিমাণ সবজি ন্যায্যমূল্যে’ কেনা হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি।

এছাড়া নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার, ৭ আর্টিলারি ফিল্ড রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আবদুস সালাম এ সময় উপস্থিত ছিলেন।