নোয়াখালীতে একদিনে আক্রান্ত ৪৭, জেলায় ১৭৪

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭৪ জনে দাঁড়াল।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 09:54 AM
Updated : 18 May 2020, 09:54 AM

সোমবার জেলার সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, “গত কিছুদিন থেকে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে। ফলে রিপোর্ট দ্রত পাওয়া যাচ্ছে।”

মোমিনুর বলেন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। এর মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড-১৯ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের মধ্যে ১৩৩ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

“আক্রান্তদের এর মধ্যে সুস্থ্ হয়েছেন ১৭ জন। এ পর্যন্ত যে চারজন মারা গেছেন তাদের প্রত্যেকের মৃত্যুর পর পজেটিভ এসেছে।”