বেতনের দাবিতে ঝিনাইদহে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে ঝিনাইদহের একটি চিনিকলের শ্রমিক-কর্মচারীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। 

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 08:23 AM
Updated : 18 May 2020, 08:23 AM

মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকরা সোমবার সকালে মিলের ফটকে এ বিক্ষোভ করেন।  

এ সময় সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

তারা অভিযোগ করেন, গত ৪ মাস ধরে মিলের প্রায় সাড়ে ৮০০ শ্রমিক-কর্মচারী বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।  সমাবেশ থেকে দ্রুত বকেয়া বেতন পরিশোধেরও দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মিলের বিভিন্ন এলাকা ঘুরে আবার প্রধান ফটকে এসে শেষ হয়।

পরে শ্রমিকরা ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের পক্ষে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মিল কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে মোবারকগঞ্জ চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার কবির বলেন, “মিলের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বয়েকা পড়েছে। উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় মিলটি অর্থিক সংকটে পড়েছে।”

মিলের গুদামে এখন ২৭ কোটি টাকা মূল্যের সাড়ে ৪ হাজার টন চিনি অবিক্রিত রয়েছে। এছাড়া ১৪ কোটি টাকা মূল্যের চিটা গুড় মজুত রয়েছে বলে জানান তিনি।