ফের বাগেরহাটের দোকানপাট বন্ধ

বাগেরহাট পৌর শহরে ঈদ উপলক্ষে খোলা দোকানপাট করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে ফের বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2020, 03:52 PM
Updated : 17 May 2020, 03:52 PM

রোববার বিকাল থেকে এ ঘোষণা কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন।

তবে ‘মাছ বাজার, কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধের দোকান’ এ ঘোষণার বাইরে থাকবে।

রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ১০ মে বাগেরহাট পৌর শহরের ছিটকাপড়, তৈরি পোশাক, জুতা-স্যান্ডেল ও প্রসাধনীর দোকান খুলে দেওয়া হয়।

“দিন দিন এসব দোকানে জনসাধারণের ভিড় বাড়ছিল। এতে ব্যাপকহারে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

“প্রশাসনের দেওয়া শর্ত না মানায় ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা করে দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেনসহ ব্যবসায়ী নেতারা।