ঢাকাফেরত সেই নারী কোভিড-১৯ আক্রান্ত ছিলেন

ঢাকা থেকে বাগেরহাট এসে মারা যাওয়া এক নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2020, 03:00 PM
Updated : 17 May 2020, 03:00 PM

রোববার খুলনা মেডিকেল কলেজ ল্যাবে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় বলে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার মনিশংকর পাইক জানান।  

তিনি জানান, ৪৮ বছর বয়সী নারীর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের উত্তর মাধবকাঠি গ্রামে। গত বৃহস্পতিবার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মনিশংকর জানান, গত ১৪ মে বৃহস্পতিবার ভোর ৫টায় উত্তর মাধবকাঠি গ্রামের বাড়িতে ওই নারীর মৃত্যু হয়। ওইদিন স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে সেখানে গিয়ে ওই নারীসহ তার পরিবারের চার সদস্য ও পাশের বাড়ির দুজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়।

“এর এক সপ্তাহ আগে ওই নারী ঢাকা থেকে কচুয়ার বাড়িতে ফেরেন। ওই সময় থেকে তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ ছিল। তিনি চিকিৎসা না করিয়ে বাড়িতে অবস্থান করছিলেন।”