দিনাজপুরে ডিসির কাছে ‘চাঁদা চাওয়ায়’ গ্রেপ্তার

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে চাঁদা দাবি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2020, 02:52 PM
Updated : 17 May 2020, 02:52 PM

রোববার বগুড়া থেকে ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার রাজু আহমেদ বাপ্পি রংপুর শহরের পাকপাড়ার আব্দুল কাদেরের ছেলে।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৪ মে অফিস সময়ে জেলা প্রশাসকের মোবাইলফোনে  অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে মুরাদ পরিচয় দিয়ে একাধিকবার ফোন করেন। এ সময় বিভিন্ন অংকের টাকা চাঁদা দাবি করেন তিনি।

বিষয়টি জেলা প্রশাসক কোতয়ালী থানায় জানালে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে রাজু আহমেদ বাপ্পিকে রোববার বগুড়া থেকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

এ ঘটনায় রোববার জেলা প্রশাসক কার্যালয়ের নাজির আশরাফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেছেন।