রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ডংনালা এলাকায় বন্য হাতির আক্রমণে এক নারী মারা হয়েছেন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2020, 01:07 PM
Updated : 17 May 2020, 01:07 PM

নিহত উনু মারমা (৪৫) রাইখালী ডংনালা মারমা পাড়ার মংথোয়াই মারমার স্ত্রী।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাতিমারা এলাকায় আক্রান্ত হওয়ার পর আহত নারীকে চন্দ্রঘোণা খ্রিস্টান মিশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১১টায় মারা যান তিনি।

স্থানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা জানান, রোববার সকালে ডংনালা হাতিমারা এলাকার উপরের পাহাড়ে কাঠ কাটতে গেলে বন্য হাতি তাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চন্দ্রঘোনা খ্রীস্টান হাসপাতালে নিয়ে আসলে ওইদিন বেলা প্রায় ১১টায় তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, নিহত নারীর আঘাত গুরুতর ছিল।

২নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, ওই এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমণে জানমালের ক্ষতি হচ্ছে।

“বিষয়টি বন বিভাগকে একাধিকবার জানিয়েছি আমরা “ 

চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিনও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।