ফেরির ভিড় ঠেকাতে দক্ষিণাঞ্চলমুখীদের ঢাকায় ফেরাচ্ছে পুলিশ

পদ্মার শিমুলিয়ায় ফেরিতে ভিড় ঠেকাতে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীবাহী যানবাহনকে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় ফেরত পাঠাচ্ছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2020, 10:21 AM
Updated : 17 May 2020, 11:36 AM

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের প্রবেশ মুখ সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় রোববার চেক পোস্ট বসিয়ে পুলিশ এ কাজ শুরু করেছে।

শিমুলিয়া ফেরিঘাটের প্রায় ২৩ কিলোমিটার দূরে থাকতেই শত শত যানবাহন রাজধানীর দিকে ফিরতে বাধ্য হচ্ছে।

শিমুলিয়া ঘাটে কয়েকদিনের গাদাগদি ভিড়ের কারণে করোনাভাইরাসের সংক্রমণ রোধে পুলিশ এই ব্যবস্থা নিয়েছে বলে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানিয়েছেন।

কুচিয়ামোড়ায় চেক পোস্টের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটি বৃদ্ধি করা হয়েছে। সবাইকে ঘরে থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হলেও শিমুলিয়া ঘাটে এর বালাই নেই।

“তাই মানুষের বিড়ম্বনা রোধে ভিড় ঠেকাতে মুন্সীগঞ্জ সীমানার মুখেই চেকপোস্ট বসানো হয়েছে। ৩০ মে পর্যন্ত রাত-দিন ২৪ ঘণ্টা এই চেকপোস্ট বহাল থাকবে।”

জরুরি পণ্যবাহী যান এবং জরুরি কোনো প্রয়োজন ছাড়া কেউ এই চেক পোস্ট পার হতে পারবে না বলে তিনি জানান।

আরও পড়ুন