ঝালকাঠিতে ঈদসামগ্রী দিল পূজা উদযাপন পরিষদ

ঝালকাঠিতে করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মুসলমানদের ঈদসামগ্রী দিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2020, 09:01 AM
Updated : 17 May 2020, 09:01 AM

রোববার সকালে জেলা শহরের মদনমোহন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে এই সামগ্রী দেওয়া হয়।  সামগ্রীর মধ্যে রয়েছে পোলাওয়ের চাল, সেমাই, চিনি, দুধ, তেল ও আলু।

ঝালকাঠি পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অসীম কুমার সাহা বলেন, “অসাম্প্রদাদিক চেতনা ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা কর্মহীন হয়ে পড়া মুসলমান ভাইদের জন্য ঈদ উপলক্ষে এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখা হবে।”

এ সময় পূজা উদযাপন পরিষদের আরেক উপদেষ্টা আইনজীবী নির্মল কান্তি দে তরণী, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা কমিটির সভাপতি দিলীপ কুমার হালদার, সাধারণ সম্পাদক অসীতকুমার সাহাসহ হিন্দু নেতারা উপস্থিত ছিলেন।