চুয়াডাঙ্গায় আরও চার জনের করোনাভাইরাস শনাক্ত

চুয়াডাঙ্গায় আরও চার জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৮২।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2020, 08:48 AM
Updated : 17 May 2020, 08:48 AM

চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএফ মারুফ হাসান জানান, রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে আসা পরীক্ষার ফলাফলে তাদের কোভিড-১৯ পজিটিভ হয়। তারা সবাই আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে রোববার ৩০টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৬টি নতুন এবং চারটি পুনঃপরীক্ষা।

“এতে নতুন ২৬টির মধ্যে ২২টি নেগেটিভ ও চারটি পজিটিভ। আগের আক্রান্ত চারজনের ফলোআপ পরীক্ষায় আবারও পজিটিভ রয়েছে।”

সিভিল সার্জন আরও জানান, নতুন আক্রান্তরা অন্য করোনাভাইরাস পজিটিভ লোকের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৮২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।