করোনাভাইরাস: গোপালগঞ্জে প্রথম মৃত্যু

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত এক বেসরকারি হাসপাতালের কর্মী মারা গেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2020, 07:22 AM
Updated : 17 May 2020, 07:22 AM

গোপালগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান বলে জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গোপালগঞ্জে এটিই প্রথম মৃত্যু।

এছাড়া জেলায় নতুন করে আরও চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। আক্রান্ত ৪১ জন সুস্থ হয়েছেন। অন্যরা সদর হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন  রয়েছেন।