চিকিৎসক ও রোগীর ‘দূরত্ব ঘোচাতে’ শেরপুরে সেফটি সেন্টার

করোনাভাইরাসের মহামারীর মধ্যে শেরপুর জেলা সদর হাসপাতালে ‘মেডিকেল সেফটি সেন্টার’ চালু করা হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2020, 01:02 PM
Updated : 16 May 2020, 01:02 PM

শনিবার বিকালে শেরপুর জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহায়তায় স্থাপিত এ সেন্টার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।

আতিউর রহমান আতিক বলেন, “করোনাভাইরাসের জন্য ডাক্তার ও রোগীর মধ্যে এতদিন যে দূরত্ব ছিল তা ঘুচে গেল।

“এখন থেকে সেফটি সেন্টারের মাধ্যমে ডাক্তারদের কাছাকাছি গিয়ে রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা নিতে পারবে।”

এছাড়াও এ হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসকদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য আতিউর রহমান আতিক।

করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে তাদের উদ্দেশে হুইপ বলেন, করোনাভাইরাস মোকাবেলায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শেরপুরের জনগণ আপনাদের পাশে আছেন।

“আপনারা সচেতন হয়ে নিজেদের সুরক্ষার মাধ্যমে দৃঢ় মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন।

“করোনাভাইরাস কবে যাবে এর নিশ্চয়তা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। যে কারণে আমাদেরও চলতে হবে, অর্থনৈতিক অবস্থা চালু রাখতে হবে। কাজের বাইরের সময়টা ঘরে থাকতে হবে।”

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ, জেলা বিএমএ ও স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. মো. নাদিম হাসান।