করোনাভাইরাসে আক্রান্ত মানিকগঞ্জের এক নারীর মৃত্যু

মানিকগঞ্জের করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর ঢাকায় মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2020, 12:21 PM
Updated : 16 May 2020, 12:21 PM

শনিবার দুপুরে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সী ওই নারী মারা যান বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন।

মৃত নারীর বাড়ি জেলার হরিরারমপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এবং ইউএনও সাবিনা ইয়াসমিন জানান, স্বাস্থ্যবিধি ও ধর্মীয় বিধিবিধান মেনেই মৃতদেহ দাফনে ব্যবস্থা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তথ্য-গত ৮ মে শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হন। ওই দিনই সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। পর দিন পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

১০ মে উপজেলা প্রশাসন ওই নারীর বাড়ি লকডাউন ঘোষণা করে তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করে। তবে ১৩ মে পরীক্ষার ফলাফরে তাদের কারো করোনা শনাক্ত হয়নি বলে জানায় প্রশাসনের কর্মকর্তারা।

ওই নারীর দেবর মিজানুর রহমান বলেন, “করোনা পজিটিভ আসায় ভাবিকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ২টার দিকে মারা যান তিনি।