সিরাজগঞ্জে আবার সব দোকানপাট বন্ধ ঘোষণা

ছয় দিন চালু থাকার পর সিরাজগঞ্জে আবার সব দোকানপাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।  

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2020, 06:55 AM
Updated : 16 May 2020, 06:55 AM

শুক্রবার রাতে করোনাভাইরাস বিষয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন বলেন, ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট খোলার সিদ্ধান্ত হয়। কিন্তু পর্যবেক্ষণে দেখা গেছে, স্বাস্থ্যবিধি না মেনে ক্রেতারা গায়ে গা ঘেঁষে অবস্থান করেন। অনেকে মাস্ক ছাড়াই মার্কেটে আসেন। হাত পরিষ্কার করারও কোনো ব্যবস্থা নেই। এতে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি বাড়ার আশংকা করা হচ্ছে।

এসব কারণে আবার সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার ভোর ৬টা থেকে এ ঘোষণা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।