টাঙ্গাইলে ওষুধ বিক্রেতাকে এক বছরের দণ্ড

টাঙ্গাইলে অনিবন্ধিত ওষুধ বিক্রির অপরাধে তিনজনকে এক বছর করে কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2020, 03:55 AM
Updated : 16 May 2020, 03:55 AM

এছাড়া আরও তিনজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে র‌্যাব ১২-এর সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের নিউ মার্কেট ও সদর থানার পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর ইসলাম। গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, নিবন্ধনবিহীন ওষুধ ও মাদক দ্রব্যের পরিপূরক ‘লোপেন্টা’ ওষুধ বিক্রির অপরাধে মফিজ মেডিকেল হল নামে একটি দোকানের কর্মচারী মির্জা গালিবকে এক বছর, মিতা মেডিকেল হলের মালিক কামরুল চৌধুরীকে এক বছর ও নাছির মেডিকেল হলের মালিক নাছির উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে উৎসব মেডিকেলকে পাঁচ হাজার, রাজু মেডিকেলকে পাঁচ হাজার ও মফিজ মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।