আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের লাশ

ঢাকার আশুলিয়ার একটি তালাবদ্ধ ঘর থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে; যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2020, 11:35 AM
Updated : 15 May 2020, 01:50 PM

আশুলিয়া থানার এসআই মো. আজহারুল ইসলাম জানান, আশুলিয়ার উত্তর ডেণ্ডাবর এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার ঘর থেকে শুক্রবার লাশটি উদ্ধার করেন তারা। 

নিহত মাসুরা খাতুন (২২) পাবনা জেলার সদর থানা এলাকার হামিদপুর গ্রামের আমিন উদ্দিনে মেয়ে। তিনি ওই বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি সোয়েটার কারখানায় কাজ করতেন।

বাড়ির মালিক মোকলেছুর রহমান বলেন, মাসুরা প্রথমে একাই ঘরটি ভাড়া নিয়েছিলেন। পরে তার স্বামী বাসায় যাতায়াত করতেন। শুক্রবার সকালে পাশের ঘরের ভাড়াটিয়াদের কাছে মাসুরার নিহত হওয়ার ঘটনাটি জানতে পারেন।

তবে ওই পোশাক শ্রমিকের স্বামীর সম্পর্কে কোনো তথ্য তিনি দিতে পারেন নি মোকলেছুর।

এসআই বলেন, মাসুরার ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে মেঝে থেকে তার লাশ উদ্ধার করে।

“ধারণা করা হচ্ছে তাকে ৩/৪ দিন আগে শ্বাসরোধে হত্যা করে লাশটি তালাবদ্ধ করে রাখা হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।