ফেনীতে স্বাস্থ্যকর্মীসহ আরও দুই জন শনাক্ত, জেলায় ২৮

ফেনীতে আরও দুই জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2020, 11:22 AM
Updated : 15 May 2020, 11:22 AM

শুক্রবার সিভিল সার্জন সাজ্জাদ হোসেন জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও অপরজন মাইক্রোবাস চালক। এ নিয়ে জেলায় ২৮ জন করোনাভাইসারে আক্রান্ত হলেন।

সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে ও নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ফেনীর এই দুই জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের একজন ফেনী সদর উপজেলার ও অপরজন ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা; দুই জনই পুরুষ।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরফুদ্দিন মাহমুদ বলেন, বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত জেলায় ৯০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬১৬ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

“জেলায় করোনাভাইরাসে দুই জনপ্রতিনিধি, এক সরকারি কর্মকর্তা, দুই চিকিৎসক ও এক পুলিশসহ ২৮ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচজন। অবস্থর অবনতি হওয়ায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে।”

বাকিরা আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।