টাঙ্গাইলে আক্রান্ত আরও ২, জেলায় ৭৫

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭৫ জনে দাঁড়াল।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2020, 09:37 AM
Updated : 15 May 2020, 09:37 AM

শুক্রবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ কথা জানান।

নতুন আক্রান্তদের বাড়ি মধুপুর ও ভূঞাপুর উপজেলায়।

ওয়াহীদুজ্জামান বলেন,  গত ২৪ ঘণ্টায় ১৭৬ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। আর ১২৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে।

জেলায় আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১৯ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন।আর  ১ হাজার ৯৯৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান তিনি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সদর উদ্দিন বলেন, তার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট ১৪ জন আক্রান্ত রোগী ভর্তি হয়। তাদের মধ্যে সুস্থ্ হয়ে ৬ জন বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

ওই আটজনের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি।