মুন্সীগঞ্জে আরও ২৩ জন শনাক্ত, জেলায় ৩৫৩

মুন্সীগঞ্জে নতুন করে আরও ২৩ জনের করোনাভাইরাস শনাক্তের মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫৩ জনে দাঁড়াল।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2020, 06:52 AM
Updated : 15 May 2020, 02:38 PM

এছাড়া নতুন আরও তিনজন সুস্থ হয়েছেন। ফলে জেলায় এ নিয়ে মোট ৩৭ জন করোনাভাইরাস রোগী সুস্থ হলেন।

শুক্রবার মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এসব কথা জানান। 

নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ১৪ জন, সিরাজদিখানের ২ জন, টঙ্গীবাড়ির ৩ জন, শ্রীনগরের ২ ও লৌহজং উপজেলার ২ জন রয়েছেন।

আবুল কালাম বলেন, শুক্রবার পাওয়া ১২ ও এবং ১৩ মে’র ১২০টি রিপোর্ট থেকে ২৩ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। এ নিয়ে জেলার ১ হাজার ৮০৪ টি নমুনার রিপোর্ট পাওয়া গেল। আর আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ১২ জন মারা গেছেন।

এছাড়া শুক্রবার আরও ১৯০টি নমুনা এবং এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ২০৫৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান সিভিল সার্জন।