রংপুরে ‘নকল’ খাদ্যপণ্য জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

রংপুর শহরের তাজহাট এলাকায় দিপু ফুড প্রোডাক্ট নামে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2020, 06:23 AM
Updated : 15 May 2020, 06:23 AM

রংপুর সিটি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ওই কারখানায় গিয়ে বিপুল পরিমাণ লাচ্ছা সেমাই, চানাচুর, বুটসহ অন্যান্য ‘নকল ও ভেজাল’ খাদ্যপণ্য জব্দ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রমাসনের নির্বাহী ম্যাজিস্টেট আবু সাইদ কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এর আগে ১১ এপ্রিল শহরের খাসবাগ এলাকায় মিথুন সরকার নামে এক ব্যক্তিকে নকল প্রসাধনী তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট আফরিন জাহান।

পুলিশ কর্মকর্তা উত্তম প্রসাদ বলেন, নকল ও ভেজাল পণ্য প্রস্তুতকারী ও বাজারজাতকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।