বগুড়ায় ‘মাদক ব্যবসা নিয়ে’ বিরোধের জেরে একজন খুন

বগুড়া শহরে ‘মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে’ বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2020, 10:35 AM
Updated : 14 May 2020, 10:35 AM

নিহত সুরুজ মিয়া (৩০) শহরের মালগ্রাম মধ্যপাড়ার ডাবলু মিয়ার ছেলে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বলেন, বগুড়া শহরের মালগ্রামের চাপড়পাড়া ও মধ্যপাড়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুটি পক্ষের বিরোধ রয়েছে। এ নিয়ে বুধবার সকালে বেশ কয়েকবার মাদক ব্যবসায়ীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

“ওই সময় সুরুজ একজন মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে কথা বলেন। বিকেলের দিকে প্রতিপক্ষের লোকজন সুরুজকে একা পেয়ে ছুরিকাঘাত করে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।”

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাপনো হয়েছে। এখনও মামলা হয়নি। তবে পুলিশ খুনি ধরার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক রেজাউল করিম।