নড়াইলে আবার একজনের করোনাভাইরাস শনাক্ত

নড়াইলকে করোনাভাইরাসমুক্ত ঘোষণা করার পর আবার একজন আক্রান্ত হয়েছেন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2020, 07:31 AM
Updated : 14 May 2020, 07:31 AM

আক্রান্ত ব্যক্তির বাড়ি জেলার কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের দক্ষিণ খাসিয়াল গ্রামে।

জেলার সিভিল সার্জন মো. আব্দুল মোমেন জানান, গত ১১ মে ওই্ ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউট ডোরে চিকিৎসা নিতে আসেন। সে সময় তার নমুনা সংগ্রহ করে খুলনায় পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তার পজেটিভ এসেছে। বৃহস্পতিবার তার পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।

সিভিল সার্জন বলেন, গত ১১ মে একই ইউনিয়নের চোরখালি গ্রামের এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত  নড়াইলে শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে ১৩ জনই সুস্থ হয়েছেন।

গত সোমবার সিভিল সার্জন বলেছিলেন, “নড়াইলে আর কোনো করোনাভাইরাস রোগী নেই।”

নতুন একজন আক্রান্ত হওয়ার পর  শুক্রবার সকাল থেকে নড়াইলের সব দোকানপাট আবার বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার করেনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।