ঢাকার পলাতক রোগীকে সাতক্ষীরার মাছের ঘের থেকে উদ্ধার

ঢাকা থেকে পালিয়ে আসা করোনাভাইরাসের এক রোগীকে সাতক্ষীরা এক মাছের ঘের থেকে উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 07:56 PM
Updated : 13 May 2020, 07:56 PM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী রোগীকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহাজনপুর ফুটবল মাঠের পাশের এক মাছের ঘেরের টংঘর থেকে উদ্ধার করা হয়। সে সময় তার স্বামীও তার সঙ্গে ছিলেন।

এ রোগীর শ্বশুরবাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার এক গ্রামে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, করোনাভাইরাসের এ নারী রোগী ঢাকা থেকে পালিয়ে এসে বারবার সাতক্ষীরার বিভিন্ন স্থান বদলাতে থাকেন। তাকে উদ্ধারে সহকারী পুলিশ সুপার ইয়াসিন আলীর নেতৃত্বে একদল পুলিশ মাঠ নামে। অপরদিকে কন্ট্রোল রুম থেকে মোবাইলফোন ট্র্যাকিংও শুরু করা হয়।

“এ দম্পতি বারবার স্থান বদল করে পুলিশকে বিভ্রান্ত করলেও বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহাজনপুর ফুটবল মাঠের পাশের এক মাছের ঘেরের টোংঘর থেকে তাদের উদ্ধার করা হয়।

দম্পতির একজন করোনাভাইরাস পজেটিভ হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিতে মেডিকেল টিম আশাশুনির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। দম্পতির অপরজনকে আইসোলেশনে নিয়ে নমুনা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।