কোভিড-১৯ ঠেকাতে ‘জীবাণুনাশক টানেল’ নড়াইলে  

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার পর এবার নড়াইলে ‘জীবাণুনাশক টানেল’ বসানো হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 07:54 PM
Updated : 13 May 2020, 07:54 PM

শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় নড়াইল-যশোর সড়কে নির্মিত এই টানেল বুধবার উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল আই. কে. এম. মোস্তাহসেনুল বাকী।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই টানেল নির্মিত হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, যশোর সেনানিবাসের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর দেওয়ান মঞ্জুরুল হক, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাহসেনুল বাকী বলেন, সেনা প্রধানের নির্দেশে নড়াইল জেলার সাধারণ মানুষ ও যানবাহনকে জীবাণুমুক্ত করার জন্য এ টানেল নির্মাণ করা হয়েছে।

এর আগে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় এ ধরনের টচানেল নির্মাণ করা হয়েছে।