রাঙামাটিতে আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত

রাঙামাটিতে চিকিৎসকসহ আরও পাঁচ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ১০ জনের দেহে এই রোগের সংক্রমণ শনাক্ত হলো।  

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 07:25 PM
Updated : 13 May 2020, 07:25 PM

বুধবার জেলা সিভিল সার্জন অফিসের করোনাভাইরাস বিষয়ক ফোকাল পারসন মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গত ৭ মে এই পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদের মধ্যে রাঙামাটি সদর হাসপাতালের চিকিৎসক দুইজন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ভর্তি থাকা এক ব্যক্তি এবং বাকি দুই জন বিলাইছড়ি উপজেলার বাসিন্দা মা ও ছেলে।

মোস্তফা কামাল আরও বলেন, আক্রান্তরা সবাই হোম আইসোলেশনে রয়েছেন এবং তাদের দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এর আগে গত ৬ মে চার জনের পজিজটিভ পাওয়ার পর ৭ মে দ্বিতীয় দফা নমুনা পাঠানো হয়। এরপর ১০ ও ১১ মে তাদের করোনাভাইরাস নেগেটিভ ফলাফল আসে এবং তৃতীয় দফা আবার নমুনা পাঠানো হয়। ১২ মে আরেকজেনর পজিটিভ আসে। 

রাঙামাটি জেলায় এ পর্যন্ত ৪৯০ জনের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, যার মধ্যে ফলাফল পাওয়া গেছে ৩০৪ জনের।