স্বাস্থ্য বিধি না মানায় বগুড়ায় নিউ মার্কেট বন্ধ

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকিতে স্বাস্থ্য বিধি না মানায় বগুড়া শহরের ছহির উদ্দিন নিউ মার্কেট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 03:22 PM
Updated : 13 May 2020, 03:22 PM

বুধবার দুপুরে জেলা প্রশাসন শহরে মাইকিং করে নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয়। পরে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট গিয়ে মার্কেট বন্ধ করে দেন।

করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকার বিধিনিষেধ শিথিল করায় গত রোববার এই মার্কেট খোলা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সীমিত আকারে দোকান খোলা রাখা হয়।

মার্কেটে সরেজমিনে দেখা যায়, কেনাকাটা করতে ক্রেতারা গয়ে গা ঘেঁষে অবস্থান করছিল। অনেকেই মাস্ক ছাড়াই মার্কেটে আসে। বাইরে হাত পরিষ্কারের কোনো ব্যবস্থাও দেখা যায়নি।

এদিকে, মঙ্গলবার বগুড়ায় ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আগের দিন সোমবার শহরের বিলাসবহুল শপিং মল রানার প্লাজায় এক বিক্রয়কর্মীরও করোনাভাইরাস শনাক্ত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ফয়েজ আহম্মদ বলেন, স্বাস্থ্যবিধি না মানায় নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুরে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে এই মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে।

“অন্য মার্কেট কিংবা শপিং মল স্বাস্থ্যবিধি না মানলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।”