নেত্রকোণায় ইউএনও-ওসি আক্রান্তে কর্মকর্তাসহ ২৬ জন কোয়ারেন্টিনে

নেত্রকোণায় ইউএনও ও পুলিশের ওসি আক্রান্ত হওয়ায় ২৬ জন কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে গেছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 01:56 PM
Updated : 13 May 2020, 01:56 PM

এছাড়া বুধবার কেন্দুয়া উপজেলা পরিষদ ভবন ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দুয়া থানার ওসি করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তাদের সংস্পর্শে আসা হোম কোয়ারেন্টিনে যাওয়া ২৬ জনের মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৫ জন এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১১ জন রয়েছেন।

কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার খবিরুল আহসান জানিয়েছেন, উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে।

“অতি জরুরি প্রয়োজন হলে সেখানে যাওয়া হবে।”

কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, তার সংস্পর্শে আসায় পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাসহ ১৫ জন হোম কোয়ারেন্টিন পালন করছেন। 

সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, ১১ এপ্রিল কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হন। তারা তাদের বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।