গাইবান্ধায় এগ্রোফুড কারখানায় অগ্নিকাণ্ড

গাইবান্ধায় এক এগ্রোফুড কারখানায় আগুন লেগে বিপুল ক্ষতির খবর পাওয়া গেছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 01:34 PM
Updated : 13 May 2020, 01:34 PM

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের এ ঘটনায় প্রধান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন তানিয়া এগ্রোফুড কারখানার যন্ত্রাংশ ও গুদামে রাখা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায় বলে ফায়ার সার্ভিস জানায়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মতিয়ার রহমান জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও পার্শ্ববর্তী বগুড়ার সোনাতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কারখানা বিভিন্ন যন্ত্রাংশে এবং কারখানায় রক্ষিত তৈলাক্ত দাহ্য পালিশ জাতীয় বস্তুতে আগুন ধরে গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

“ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপনের কাজ চলছে। ”

তবে ‘কোটি টাকার সম্পদের’ ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান জানান, কারখানায় হঠাৎ ধোঁয়া দেখে কারখানার শ্রমিক-কর্মচারী ও স্থানীয় লোকজন ছোটাছুটি করতে শুরু করে। এ সময় তারা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেয়।